স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, গ্রুপ সি পদে নিয়োগ -WB Health Staff Recruitment

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে ফের প্রচুর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ উভয়ে আবেদনের যোগ্য। যে সকল কর্মপ্রার্থী রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। West Bengal Health Staff Recruitment 

 

কী কী পদে নিয়োগ করা হবে : 

1. হিসাবরক্ষক 

2.  এনআরসি অ্যাটেন্ডেন্ট 

3.  মেডিক্যাল অফিসার (বিভিন্ন বিভাগে) 

4.  ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

5.  কমিউনিটি হেল্থ অ্যাসিস্টেন্ট 

 

শিক্ষাগত যোগ্যতা : উপরের উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা নিশ্চয় এক নয়। প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। সাধারণত উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা,, ডিগ্রি, গ্রেজুয়েট, এএনএম, জিএনএম, পোস্ট গ্রেজুয়েট, স্পেশিয়ালিস্ট থাকলে আবেদন জানাতে পারবেন। তবে যে পদে আবেদন করতে চান আগে সেই পদের সম্পর্কে যোগ্যতা আলাদা ভাবে দেখে নিবেন। 

 

বয়সসীমা : যে সমস্ত আগ্রহী প্রার্থী আবেদন জানাতে চাই তাদের বয়স থাকতে হবে সর্বনিন্ম 18 বছর কিন্তু বয়স সর্বাধিক বেশির ভাগ পদের জন্য 40 বছর এবং কিছু কিছু পদের জন্য সর্বাধিক 62 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। 

 

আবেদন প্রক্রিয়া : যে সমস্ত কর্মপ্রার্থী রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে আগ্রহী তারা আবেদন জানাতে পারবেন মূলত অনলাইন মাধ্যমে। অনলাইন আবেদন করতে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। এরপর নির্দেশ মতো তথ্য পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে আবেদন ফী জমা করতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে রাখতে পারবেন। 

 

আবেদন ফী : যারা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের আবেদন ফী হিসেবে অসংরক্ষিতদের জন্য 100 টাকা এবং সংরক্ষিতদের জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে। আবেদন ফী অনলাইন Credit /Debit Card /UPI /Net Banking ইত্যাদি মাধ্যমে জমা করতে পারবেন। 

 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী যারা সফল ভাবে আবেদন করতে বা যোগ্যতা থাকতে তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আপডেট অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে। 

 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ : যারা অনলাইনে আবেদন করতে চাই তারা অনলাইন আবেদন করতে পারবেন 18-11-2023 থেকে 03-12-2023 তারিখ পর্যন্ত। কিন্তু অনলাইন ফী জমা করতে পারবেন 02-12-2023 তারিখ পর্যন্ত। 

অবশেষে রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ শুরু, 23 জেলা থেকে আবেদন করুন – WB Govt Clerk Recruitment

 

সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। তার লিঙ্ক নিচে দেওয়া হবে –

Official Notice  Download 
Online Apply  Click Here

 

Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now 

Leave a Comment