WBPSC-র মাধ্যমে সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB Govt Job Recruitment

কলকাতা – প্রতি বছরের মতো এবারও । নিয়ম করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আধিকারিক নিয়োগ করছে রাজ্য সরকার । তবে এখনও পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন । 

ইতিমধ্যেই কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে চলতি মাসের ২৮ শে ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে । আগামী মাসের ২১ তারিখ অর্থাৎ ২১ শে মার্চ পর্যন্ত চলবে আবেদন পত্র গ্রহনের কাজ । পাশাপাশি রেক্তিফিকেশন উইন্ডো খোলা হবে ৩১ শে মার্চ । অর্থাৎ আবেদন পত্রে যদি কোনও ভুল ভ্রান্তি থাকে তাহলে আবেদনকারি প্রার্থী টার পূরণ করা আবেদন পত্র টি সংশধন করতে পারবেন ৩১ শে মার্চ থেকে ৬ই এপ্রিল পর্যন্ত । 

এক্ষেত্রে পি এস সি মারফৎ সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া হতে পারে আগামী মে মাসের মাঝামাঝি সময়ে । এ বিষয়ে আবেদনের যাবতীয় বিষয় আবেদন কারি প্রার্থীরা জানতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নির্দিষ্ট ওয়েব সাইট wbpsc.gov.in -এ । সেখানে আবেদনকারী প্রার্থীরা নিয়োগ সহ আবেদন , শূন্যপদ , সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । 

প্রতি বছরের ন্যায় এবছরও নিয়োগ করা হবে বেশ কিছু সংখ্যক কর্মী। গ্রেজুয়েট যোগ্যতা থাকলে গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে পারবে। গোটা পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। 

এ বিষয়ে কমিশন মারফৎ জানা গিয়েছে , আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের www.wbpsc.gov.in ওয়েব সাইটে গিয়ে ওয়ান টাইম পাস ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে প্রার্থীকে তার নিজের নাম তালিকা ভুক্ত করতে হবে । তারপর সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় তথ্য আপলোড করতে হবে ।  এরপর আবেদন পত্রটি সাবমিট করতে হবে । 

প্রসঙ্গত , নিয়োগ দুর্নীতির জেরে যখন গোটা রাজ্য রাজ্য রাজনীতি তোলপাড় ঠিক এই সময় রাজ্য সরকারের সিভিল সার্ভিস নিয়য়গ যে চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । 

written by – Somnath Pal .

Official Notice : Download 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG – #WB #GOVT #JOB #PSC #WBCS

Leave a Comment