TATA Pankh Scholarship : টাটা দিচ্ছে 50 হাজার টাকার স্কলারশিপ, ভারতের নাগরিক হলে আবেদন করুন

TATA নামটা শুনলেই যেন দেশি দেশি ভাব অনুভব হয়। আমাদের দেশের গুরুত্বপূর্ণ কোম্পানি গুলির মধ্যে একটি হলো TATA। বর্তমানে ভারতের একমাত্র মোটর গাড়ি তৈরি কোম্পানি। টাটা কোম্পানি দেশের প্রয়োজনীয় প্রায় প্রতি জিনিসের সঙ্গে জড়িত রয়েছে। খাওয়া দাওয়া থেকে দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় কাজে টাটা ব্যাপক হাত রয়েছে। টাটা কোম্পানি সব সময় ভারতীয় বাসিন্দাদের শুধু প্রয়োজন মেটায়নি এর পাশাপাশি সচ্ছলতা ও সেফটি বিষয় মাথায় রেখে কাজ করেছে। তাই টাটার অবদান ভারতবাসীর জন্য অনস্বীকার্য। TATA Capital Pankh Schoolship 

 

টাটা শুধু বড়ো কোম্পানি নয়, দেশের মানুষের জন্য বড়ো দাতাও। এখনো টাটা কোম্পানি দেশের কোম্পানি গুলির মধ্যে দাতা হিসেবে বেশি পরিচিত। বর্তমানে টাটা কোম্পানিতে চাকরি করে লক্ষ লক্ষ পরিবার চলছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি যেখানে প্রতিবছর হাজার হাজার কর্মসংস্থানও দেওয়া হয়। কিন্তু এবার টাটা নিয়ে এল দারুণ খুশির সংবাদ। যেখানে পড়ুয়াদের দিচ্ছে 50 হাজার টাকার স্কলারশিপ। ঘটনা সত্যি। এবার টাটা নিয়ে এল টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ। আসুন তাহলে আজকে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। TATA Capital Pankh Scholarship 

 

 Tata Scholarship আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে – এক্ষেত্রে বিশেষ কোনো যোগ্যতা লাগেনা –

1. প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে 

2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4 লক্ষ টাকার কম হতে হবে 

3. পূর্ববর্তী যে পরীক্ষায় পাশ করেছেন তাতে কমপক্ষে 60 শতাংশ নম্বর থাকতে হবে। 

 

টাকার পরিমান কত : যারা স্কলারশিপ পাওয়ার যোগ্যতা রাখতে তাদের 12-50 টাকা অবধি স্কলারশিপ দেওয়া হবে। 

 

আবেদন পদ্ধতি : যে সকল পড়ুয়া টাটা স্কলারশিপে আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অনলাইন মাধ্যম অবলম্বন করতে হবে। অনলাইন আবেদন করতে www.buddy4study.com এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর টাটা স্কলারশিপ অপশন ক্লিক করে বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। সব তথ্য ঠিকঠাক ভাবে পূরণ করার পর ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট কপি বের করে রাখি হবে। 

 

কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে :

1. প্রার্থীর বয়সের প্রমাণ বা মাধ্যমিক এডমিট 

2. শিক্ষাগত মার্কশিট

3. পরিচয় পত্র হিসেবে আধার বা ভোটার কার্ড 

4. বাসিন্দা প্রমাণ 

5. ইনকাম সার্টিফিকেট 

6. পাসপোর্ট সাইজের ছবি 

7. ব্যাংকের একাউন্ট এর জেরক্স কপি 

8. অন্যান্য 

 

আবেদন বা আরও অন্য কিছু সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – 

Official Website  Click Here
Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now

Leave a Comment