bongodhara.com আবারও সক্রিয় — Google-এর অনুমোদনে নতুন যাত্রা শুরু
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ওয়েবসাইট Bongodhara.com-এর উপর থেকে Google Discover-এর পূর্ববর্তী ম্যানুয়াল অ্যাকশন সম্পূর্ণরূপে উঠিয়ে নেওয়া হয়েছে।
গত এক বছরে আমরা গুগলের নির্দেশনা অনুযায়ী আমাদের কনটেন্ট, ট্রান্সপারেন্সি এবং সম্পাদকীয় নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছি। আমাদের পাঠকদের আরও বিশ্বস্ত, তথ্যনির্ভর ও সময়োপযোগী সংবাদ ও গাইডলাইন দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
Google-এর তরফ থেকে কী বলা হয়েছে?
“Upon further investigation into the matter, we have approved your request, reinstated the blocked content, and lifted the penalty on your account…”
এই সিদ্ধান্ত আমাদের জন্য নতুন উদ্যম ও দায়বদ্ধতার প্রতীক। এখন থেকে সরকারি প্রকল্প, রাজ্যভিত্তিক স্কিম, সাধারণ মানুষের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় গাইডলাইন সংক্রান্ত কনটেন্ট আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে তুলে ধরব।
নতুন কী থাকছে বঙ্গধারায়?
- সাপ্তাহিক স্কিম আপডেটস — যেকোনো সরকারি সুবিধা হাতছাড়া হওয়ার আগেই খবর
- স্থানীয় মানুষের কাহিনি — প্রকল্প কেমন কাজ করছে মাঠপর্যায়ে
- পাঠকের প্রশ্ন-উত্তর সেগমেন্ট — আপনি প্রশ্ন করুন, আমরা উত্তর দেবো
- 100% ট্রান্সপারেন্ট অথরশিপ ও তথ্যসূত্র — কারণ আপনার বিশ্বাসই আমাদের শক্তি
আপনাদের আগ্রহ ও ভালোবাসাই আমাদের চালিকাশক্তি।
আমাদের সাথে থাকুন, শেয়ার করুন, এবং জানিয়ে দিন — কী ধরনের কনটেন্ট আপনি চান।
— টিম বঙ্গধারা