পুজোর মরশুম সুপারহিট ব্যবসার আইডিয়া, সল্প পুঁজিতে মুনাফা হাজার হাজার টাকা -New Business Tips

বর্তমানে ব্যবসার দিকে ঝুঁকি অনেকেরই কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যবসা শুরু করাই হলো বুদ্ধিমানের কাজ। অনেকে আবার চাকরির পাশাপাশি ব্যবসা নিয়ে বিশেষ আগ্রহ দেখায়। কেননা চাকরির আয়ের একটা সীমা থাকে যেখানে ব্যবসায় ( Business) সীমাহীন আয় করা সম্ভব। ব্যবসা শুরু করার আগে বেশ কয়েকটি কথা মাথায় রেখে পথ এগোলে আপনার উন্নতি কেও ঠেকাতে পারবেনা। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুঁজি ও মুনাফার পরিমান এবং বাজারে চাহিদা ও ব্যবসার উপযুক্ত যায়গা। আজকে আপনার জন্য পুজোর মরশুমে এমন কয়েকটি দারুণ ব্যবসার কথা বলতে যাচ্ছি যার মাধ্যমে অল্প পুঁজিতে (Small Invest) ভালো ব্যবসা দার করতে পারবেন। New Business Tips 

 

আজকে তাহলে চলুন এমন 4 টি ব্যবসার কথা উল্লেখ করি যার মাধ্যমে আপনি খুব সহজেই ভালো আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার পুঁজির উপর ভিত্তি করে ব্যবসা আয়তন ও মান দুটোই বাড়াতে পারবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত। 

 

1. প্রথমে যে ব্যবসার কথা উল্লেখ করতে যাচ্ছি যা পুজোর মরশুমে সবথেকে উপযোগী একটি ব্যবসা। আর কোনো ব্যবসা চলুক আর না চলুক এই ব্যবসা চলার নিশ্চয়তা রয়েছে। এই ব্যবসাটি হল দূর্গা পুজা বা দীপাবলিতে সাজসজ্জার জিনিসপত্র বিক্রি করা। বাড়ি সাজাতে নানা রঙের আলোর বাল্ব, দীপাবলির জন্য রং ও অন্যান্য পুজোর মরশুমে চাহিদা সম্পন্ন জিনিসপত্রের ব্যবসা করে ভালো মুনাফা করতে পারবেন। 

 

2. পুজোর মরশুমে একেক মানুষ একেক ভাবে পুজো উপভোগ করে। তাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা একটু ভালো ভালো খেতে পছন্দ করে। তাদের জন্য চকলেট বিক্রির দোকান দিলে ভালো মুনাফা করা যায়। এর পাশাপাশি কেক ও আইসক্রিম বিক্রি করে ভালো মুনাফা করতে পারেন। Business Tips

 

3. বাঙালির পুজো আর ভালো ভালো খাওয়া দাওয়া হবে না, সেটা কী কখনো সম্ভব? আজকে আপনাদের জন্য এমন এক ব্যবসার কথা বলতে যাচ্ছি যার চাহিদা প্রত্যেক মানুষের কমবেশি লক্ষ্য করা যায়। পুজোর মরশুমে দলে দলে মানুষ ফাস্ট ফুড খেতে পছন্দ করে। আর শুধু তাই নয়, পুজোর মরশুম কাটলেও এই ব্যবসার চাহিদা থেকেই যায়। তাই ভালো মানের বিভিন্ন ফাস্ট ফুড খাবার বানিয়ে আপনার ব্যবসাকে দ্বার করাতে পারবেন অতি সহজে। এতে পুঁজির পরিমান অনেক কম লাগবে। New Business Tips

রেলে ফের 9000 পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন -Railway RPF Reqruitment

 

 

4. বাঙ্গালির পুজোই মিষ্টিমুখ হবে না এমনটা কখনো হয়? এই ব্যবসা কেবল পুজোর মরশুমে নয়, সারা বছর করতে পারবেন তবে পুজোর মরশুমে শুরু করলে খুব সহজেই সাফল্য লাভ করা যায়। বিভিন্ন ভ্যারাইটির মিষ্টান্ন জাতিয় খাবার প্রস্তুত করে এই ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। Business Tips

 

আজকে যে সমস্ত ব্যবসা গুলির কথা উল্লেখ করা হলো তা অনেকের জানা থাকলেও শুরু করা হয়না বা অনেকে সাফল্য লাভ করতে পারেনা। কাজেই পুজোর মরশুমে নতুন ব্যবসাকে উন্নত করার দারুণ সুযোগ থাকে আর এই সুযোগ কাজে লাগিয়ে ভালো মুনাফা করতে পারবেন ও নিজের ব্যবসা উন্নত করতে পারবেন। 

More News  Click Here

 

Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now

1 thought on “পুজোর মরশুম সুপারহিট ব্যবসার আইডিয়া, সল্প পুঁজিতে মুনাফা হাজার হাজার টাকা -New Business Tips”

Leave a Comment