About this Recruitment: ITBP has issued a notification for the recruitment of Sub-Inspector (Telecommunication) in Group B, as well as Head Constable and Constable (Telecommunication) in Group C. All these posts are temporary but are expected to become permanent. All the candidates who are Interested meet the eligibility criteria can find more details in the below notification and apply online.
Name of the Posts : There are various posts ,such as- ITBP SI, Constable & Head Constable
Post Publish Date: 23-10-2424
Total No. Vacancy: 526
ITBP SI, Constable & Head Constable Recruitment 2024
Application Fees:
Sub-Inspector (Telecommunication): ₹200
Head Constable & Constable (Telecommunication): ₹100
Central Government Bima Sakhi scheme :এবার ভারত সরকারের এমন এক স্কিম নিয়ে আসা হলো যা লক্ষ্মীর প্রকল্প কে পিছনে ফেলে দিল। কেন লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসিক ১০০০ এবং ১২০০ টাকা পেয়ে থাকে। কিন্তু কেন্দ্র কেন্দ্র সরকারের যে প্রকল্পের কথা বলছে যাচ্ছি সেই প্রকল্পে পেয়ে যাবেন ৭০০০ টাকা। রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতে কেন্দ্র সরকারের এই প্রকল্পে মহিলারা মাসিক ভাতা পাবেন সাত গুণ বেশি। আসুন তাহলে এই প্রতিবেদনে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। Central Government Bima Sakhi scheme
সাধারণত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে প্রতিনিয়ত নানা ধরনের প্রকল্প নিয়ে আসে যারা রাজ্য কিংবা দেশবাসীর জন্য নানা উপকারে আসবে। একদিকে রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে উপকৃত করলে অন্যদিকে তাকে টেক্কা দিয়ে কেন্দ্র সরকার নতুন নতুন প্রকল্প নিয়ে আসে। তবে এবার যে প্রকল্প নিয়ে আসা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে একবারে সাত গোল দিল। যেখানে লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলারা পাচ্ছেন ১০০০ কিংবা ১২০০ সেখানে পাবেন ৭০০০ টাকা।
এই প্রকল্পে আবেদন করতে যোগ্যতার মাপকাঠি :
এই প্রকল্পে আবেদন করতে পারবেন অবশ্যই মহিলা প্রার্থীরা। মহিলা প্রার্থীদের কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস থাকলেই এই প্রকল্পে আবেদন জানানোর সুযোগ পাবেন। শুধু তাই নয় এই প্রকল্পে আবেদন করতে পারবেন ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত যেকোনো বয়সের মহিলারা।
কিভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে :
এবার অনেকের মনে প্রশ্ন হল এই প্রকল্পের সুবিধা নিতে গেলে মহিলারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তবে তার আগে জেনে নেওয়া যাক এই প্রকল্পের নাম কি এবং এর সুবিধা সমূহ। এই প্রকল্প হলো বীমা সখী প্রকল্প যার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করতে মাসিক আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এ প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই সমস্ত মহিলারা যারা উপরোক্ত যোগ্যতার অধিকারী এবং নিকটবর্তী সেন্টারে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন জমা করতে পারবেন।
এই প্রকল্পে আবেদন করতে গেলে মহিলাদের যে সমস্ত যোগ্যতা থাকতে হবে সেই সমস্ত যোগ্যতার প্রমাণ হিসেবে তার সমস্ত প্রয়োজনের ডকুমেন্টস এবং সার্টিফিকেট এর জেরক্স কপি। অর্থাৎ প্রার্থীর সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস এবং বাসিন্দা প্রমান হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা আধার কার্ড থাকতে হবে।
এই প্রকল্পে আবেদন করার পূর্বে অবশ্যই প্রকল্প সম্পর্কে যাবতীয় বিস্তারিত জেনে নিবেন।
WB Govt Job Recruitment 2025 : রাজ্যে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যে এই নিয়োগে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানানো যাবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় এখানে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। স্যার এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী এবং এই সুযোগ হাতছাড়া করতে পারে চাই না তারা শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
ইতিমধ্যে রাজ্যের এক জেলার মিশন ব্যবস্থাপনা ইউনিট কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের নিয়োগ করা হবে ব্যাংকিং সম্পদ কর্মী পদে।
যোগ্যতা সমূহ : রাজ্যের এই জেলার সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে আগ্রহী এবং অংশগ্রহণ নিতে চাই তাদের অফিসিয়াল নোটিশ চেক করার জন্য অনুরোধ করা হল। নিচে এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ দেওয়া হল সেখান থেকে বিস্তারিত জেনে নিবেন।
মাসিক বেতন কিংবা সাম্মানিক : যে প্রার্থী এই পদে নিযুক্ত হবে সেই প্রার্থীকে মাসিক বেতন না দিয়ে দৈনিক প্রজেক্ট ওয়াইজ সাম্মানিক দেওয়া হবে। সিনিয়র ম্যানেজমেন্ট প্রজেক্ট করে জন্য দৈনিক ২২০০ টাকা এবং সর্বাধিক ২০ দিন কাজ দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ম্যানেজমেন্ট প্রজেক্ট এর জন্য দৈনিক ১৫০০ টাকা এবং সর্বাধিক ২০ দিন কাজ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি কি হবে :
এক্ষেত্রে যে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সুযোগ দেওয়া হবে। যাদের উপযুক্ত যোগ্যতা থাকবে এবং ইন্টারভিউ এর সফল হবে সে সমস্ত প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীকে বাছাই করে নিয়ে নিযুক্ত করা হবে।
যে সময় সমস্ত প্রার্থী এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবে তাদের আগে কোন আবেদনপত্র জমা করতে হবে না। কেননা এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে তাই প্রার্থীকে ওই দিন সমস্ত জরুরি ডকুমেন্টস এবং বায়োডাটা বা আবেদনপত্র সহ উপস্থিত থাকতে হবে। প্রার্থীকে তার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সঙ্গে অরিজিনাল এবং বায়োডাটা কিংবা আবেদনপত্র নিয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ চেক করবেন।
Rajjak Ali is an experienced content writer with over 5 years of expertise in crafting engaging and informative content. With a passion for writing, Rajjak has successfully delivered high-quality articles, blog posts, and website content for various niches. Rajjak's dedication to delivering captivating content has earned him a reputation for excellence in the field.