নিজস্ব প্রতিবেদন :- সারা দেশ করোনার কবজে। তার জেরে চলছে লক ডাউন। দেশে লক ডাউন চলা আবেদন চলছিল গ্রামীণ ডাক সেবক পদের। আবেদনের শেষ তারিখ ২২ সে এপ্রিল করা হয়েছিল কিন্তু লক ডাউন ও অন্যান্য সমস্যা চলাই আবেদনের মেয়াদ আগামী ৭ মে বৃদ্ধি করা হয়েছে।
গ্রামীণ ডাক সেবক পদে মোট শূন্যপদ রয়েছে ৩৯৫১ টি ,উত্তর প্রদেশে এই শূন্যপদ গুলি খালি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যোগ্যতা :- কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনস্ত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে। সঙ্গে হিন্দি বিষয় নিয়ে পড়তে হবে।
কেন্দ্রীয় বা রাজ্য সরকারে অধীনস্ত যে কোনো কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ৬ মাসের প্রশিক্ষণ করা থাকতে হবে।
বয়স :- সাধারণত বয়স ১৮-৪০ বছরের মধ্যে হলে এই শূন্যপদে আবেদন করা যাবে ,এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষণ জাতি বা উপজাতি তাদের জন্য সরকারি ভাবে যে ছাড় দেওয়া থাকে ঠিক সেভাবে দেওয়া থাকবে।
নিয়োগ প্রক্রিয়া :-গ্রামীণ ডাক সেবক পদে কোনো রকম পরীক্ষা ছাড়াই , শুধু মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে মেরিট তালিকা তৈরী করা হয়। যাদের নাম মেরিটে আসে তার ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর চাকরিতে যুক্ত করা হয়।
বেতন :- ৪ ঘন্টা কাজের ভিত্তিতে এ ১০০০০ ও ৫ ঘন্টা কাজের ভিত্তিতে ১২০০০ দেওয়া হয়ে থাকে।
এছাড়াও এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে গ্রামনি ডাক সেবক পদের ওয়েবসাইট চেক করুন।
অথবা টাইপ করুন www.appost.gov.in