সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে ফের নিয়োগের বিজ্ঞপ্তি। Govt Job Reqruitment 2021 ।

 এয়ার ইন্ডিয়াতে সিকিউরিটি সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট 46 টি শূন্যপদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ভারতের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। কোনো পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেননা। স্নাতক যোগ্যতা থাকলে আবেদন করা যাবে তবে নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল ইচ্ছুক প্রার্থীরা শেষ অবধি পড়বেন

পদের নাম : সিকিউরিটি সুপারভাইজার (Security Supervisor)

যোগ্যতা
: Graduate in any discipline (minimum 3 years’ duration) from any recognized University with
ability to speak Hindi, English and conversant with local language. MUST possess valid BCAS
Basic AVSEC (12 days’ new pattern) Certificate.

Preferable:
BCAS Certified XBIS Screener (Valid Certification)

PHYSICAL STANDARDS :
Height:
Female – Minimum 154.5 cms
Male – Minimum 163 cms
Relaxation of 2.5 cms for SC/ST candidates & those from North East states & hilly
states} subject to domicile proof.

আবেদনকারীর বয়স
: আবেদনকারীর বয়স 45 এর বেশি হবে না কিন্তু সংরক্ষিত দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী 5 ও 3 বছরের বয়সের ছাড় থাকবে।

নিয়োগের স্থান :Bhubaneshwar, Dimapur,
Imphal, Ranchi,
Chandigarh, Lucknow,
Daman, Raipur, shillong

মাসিক বেতন : প্রতিমাসে প্রায়  23000/- বেতন দেওয়া হবে।

ইন্টারভিউ -র স্থান :Alliance Air Aviation Limited
‘Alliance Bhawan’
Domestic Terminal – 1
I.G.I Airport, new Delhi-110037

ইন্টারভিউ-র তারিখ ও সময় : 15th December, 2021 (Wednesday),
16th December, 2021 (Thursday)
Registration Timings
09:30 AM to 12:30 AM
Written Test & Interview Timings
01:00 PM Onwards

আবেদন পদ্ধতি : নিচে দেওয়া লিঙ্ক থেকে  আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ করার পর ইন্টারভিউ-র দিন সরাসরি নিয়ে আসতে হবে।
আবেদন ফী : SC,ST ছাড়া বাকীদের 1000 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে নিচের দেওয়া ঠিকানায়
“ALLIANCE AIR AVIATION LIMITED”

ইন্টারভিউ-র দিন প্রয়োজনীয় ডকুমেন্টস
1) Demand Draft, where applicable
2) 10th Std/Matriculation mark-sheet & passing certificate
3) 12th Std/Pre-Degree mark-sheet & Passing certificate
4) Graduation certificate and Marks Sheet or Provisional Degree Certificate
5) BCAS Basic AVSEC (12days new pattern certificate )
6) Certification mention in Preferable Qualifications
7) Valid BCAS Certified XBIS Screener Certificate
9) Doctor’s certificate (in original) for Height and Weight
9) Caste certificate in case of SC/ST/OBC/EWS candidates
10) Discharge certificate in case of Ex-Servicemen
11) Experience certificate
12) Nationality/Domicile certificate

প্রতি মাসে বেতন 40 হাজার, পশ্চিমবঙ্গে ফের নিয়োগের বিজ্ঞপ্তি। 

আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 

Official Notification : CLICK HERE

Official website : CLICK HERE

Leave a Comment