শুধু মাধ্যমিক পাশে গ্রামে গ্রামে কর্মী নিয়োগ ! আবেদন ফী লাগবেনা।





নিজস্ব প্রতিবেদন : আতঙ্কের মধ্যে রাজ্যে ফের কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার বাসন্তী ব্লক এ বেশ কিছু সংখক আশা কর্মী নিয়োগ করা হবে। আরো জানানো হয়েছে কেবলমাত্র সেই ব্লক এর অধীনে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে কেবল আবেদন গ্রহণ করা হবে। বাইরের কেও এই শূন্যপদে আবেদন করেত পারবেনা।

আবেদন ফী : এই শূন্যপদে আবেদন করার জন্য কোনো আবেদন ফী দিতে হবে না , অর্থাৎ বিনামূল্যে আবেদন করেত পারবেন।

বয়স : ০১/০১/২০২০ অনুযায়ী আবেদনের পার্থীকে বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটেগরিতে পরে থাকেন তাদের জন্য সরকারি ভাবে যে বয়সের ছাড় দেওয়া থাকে ঠিক সেভাবে ছাড় দেওয়া হবে।

যোগ্যতা : শুধু মাত্র স্থানীয় বসবাস করি মহিলারাই এই শূন্যপদে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধু মাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে।
পার্থীকে অবশ্যই বিবাহিতা বা বিবাহ বিচ্ছিনা কিংবা বিধবা হতে হবে।

আবেদন পদ্ধতি : সম্পূর্ণ অফলিনে এর মাধ্যমে আবেদন করেত হবে।  আবেদন পত্রটি জেলার ষষ্ট ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে নিয়ে নিজের ব্লক অফিস জমা করেত হবে।

আবেদনের শেষ তারিখ : ২৭/০৭/২০২০।
বিস্তারিত জানতে টাইপ করুন http://s24pgs.gov.in/s24p/

Leave a Comment