বঙ্গধারা প্রতিবেদন:- পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আবারো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুরুলিয়া জেলার দপ্তর থেকে । জানা গিয়েছে বিভিন্ন শূন্যপদ রয়েছে ।
নিচে পদ গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
1. বেঞ্চ ক্লার্ক
শূন্যপদের সংখ্যা: 01 (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
বয়সসীমা: 17/02/2020 পর্যন্ত সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর। বেতন: প্রতিমাসে 14770 টাকা
2. লোয়ার ডিভিশন ক্লার্ক কম টাইপস্ট্রি
শূন্যপদের সংখ্যা: 01 (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: মধ্যমীক।
বয়সসীমা: 17/02/2020 পর্যন্ত সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
বেতন: প্রতিমাসে 11880 টাকা
3. পরামর্শক
শূন্যপদের সংখ্যা: 01 (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: মনোবিজ্ঞানে স্নাতক।
বয়সসীমা: 17/02/2020 পর্যন্ত সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
বেতন: প্রতি মাসে 10000 টাকা
4. আদেশক
শূন্যপদের সংখ্যা: 01 (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি।
বয়সসীমা: 17/02/2020 পর্যন্ত সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
বেতন: প্রতি মাসে 7000 টাকা
5. নাইট গার্ড
শূন্যপদের সংখ্যা: 01 (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি।
বয়সসীমা: 17/02/2020 পর্যন্ত সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
বেতন: প্রতি মাসে 7000 টাকা
শূন্যপদগুলি হল জুভেনাইল জাস্টিস বোর্ড , পুরুলিয়া। প্রার্থীদের প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যা পরবর্তী সময়ে উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ অনুসারে সংশোধিত হতে পারে।
দ্রষ্টব্য: প্রার্থীদের বাংলা এবং হিন্দি / নেপালি ভাষায় (পার্বত্য অঞ্চলে) পড়া, লেখার এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।
পরীক্ষার / সাক্ষাত্কারের জন্য সুনির্দিষ্ট তারিখ, সময় এবং ভেন্যু যথাযথভাবে যোগ্য প্রার্থীদের অবহিত করা হবে পাশাপাশি এ জাতীয় তথ্য জেলা ম্যাজিস্ট্রেট, সমাজকল্যাণ বিভাগ, পুরুলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে – http: // www.purulia.gov.in
I***************************************************************************
যার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আবারও মুখ খুললেন ,
তিনি বলেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, তাঁরা অবশ্যই চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন। তিনি জানান, বিতর্ক সরিয়ে শিক্ষার মানোন্নয়নই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে জানান শিক্ষামন্ত্রী।
*************************************************************
পশ্চিমবঙ্গে বিরাট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশিমবঙ্গের একটি বেসরকারি সংস্থা থেকে । জানা গিয়েছে এই সংস্থায় মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে
পশিমবঙ্গের ১৯ জেলায় এই নিয়োগ করা হবার বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
এই পদগুলিতে আবেদন করতে অষ্টম পাস্ থেকে স্নাতক যে কোনো যোগ্যতা থাকলে আবেদন করা যাবে উক্ত পদ গুলিতে ।
Human Industrial(OPC) Pvt.Ltd. এই সংস্থার মাধ্যমে ৭২২৮ টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে তিন ধরনের পদের কথা উল্লেখ রয়েছে 1.District managing operator (80) 2. Block managing operator (680) 3. panchayat selling operator (6478)
যে যে জেলায় নিযোগ করা হবে তার নাম হল -১। পুরুলিয়া ২। মালদা ৩। জলপাইগুড়ি ৪। হুগলী ৫। দক্ষিণ দিনাজপুর ৬। কোচবিহার ৭। পূর্ব বর্ধমান ৮। বাঁকুড়া ৯। মুর্শিদাবাদ ১০। নাদিয়া গা। উত্তর ২৪ পরগনা ১২ । পশ্চিম মেদিনীপুর ১৩। দক্ষিণ ২৪ পরগনা ১৪ । উত্তর দিনাজপুর ১৫। পশ্চিম বর্ধমান ১৬। পুব মেদিনীপুর ১৭। ঝাড়গ্রাম ১৮। অলিপুদুয়ার ১৯। বীরভূম
বয়স হতে হবে ০১-০১-2020 অনুসারে ১৮- ৪০ বছরের মধ্যে ।
আবেদনের ফি হিসাবে ৮০ টাকা দিতে হবে ।
যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের সরাসরি ইন্টারভিউ এ ডাকা হবে ।এসএমএস বা পোস্ট মাধ্যমে ডাকা হবে ।
বেতন দেওয়া হবে 7820 – 42500 টাকা পর্যন্ত ।
আবেদন চলবে 03-03-2020 থেকে 04-04-2020 পর্যন্ত ।
২-৩ মাসের মধ্যে ইন্টারভিউ এ ডাকা হবে বলে জানানো হয়েছে ।
এছাড়া আরো বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিসিট করুন www.hiplopc.in
***************************************************
নিজস্ব প্রতিবেদন :- সামনে পৌরসভা ভোট এবং তার পরে রয়েছে বিধান সভা ভোট , এই দুই ভোট কে কেন্দ্র করে এই শূন্যপদ পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার।
অনেক শূনপদেে নেওয়া বলে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।। নীচে পড়ুন
পশ্চিমবঙ্গে অষ্টম পাশে প্রচুর গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উঃ ২৪ পরগনা জেলা থেকে । বিজ্ঞপ্তি জানানো হয়েছে বেশ কিছু সংখ্যক গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে উঃ ২৪ পরগনা জেলার টিটাগর মিউনিসিপালিটিতে । পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।
পদের নাম হল মজদুর৷ একাধিক শূনপদ রয়েছে আবেদনের যোগ্যতা – আবেদনের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণি পাস তাহলে উক্ত পদে আবেদন করতে পারবে ।
বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পরে তাদের জন্য সরকারি ভাবে যে ছাড় থাকে সেভাবেই থাকবে।।
পিডবলুডি , এসসি ও এসটিদের ৫ বছরের ছাড় থাকবে এবং ওবিসিদের ৩ বছরের ছাড় থাকবে।
আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে । কোনো আবেদন ফি জমা দিতে লাগবেনা৷
আবেদন পত্রটি জমা করতে হবে টিটাগর মিউনিসিপালিটি চেয়ারমেন এর অফিসে , উঃ ২৪ পরগনা,
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন www.titagarhmunuciality.gov.in
আবেদনের শেষ তারিখ ১৭ মার্চ পর্যন্ত।।
প্রার্থী যাচাই হবে প্রথমে পরীক্ষা ৮০ নম্বরের এবং তারপর ইন্টারভিউ দিতে হবে ২০ নম্বরের । এর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে।।