রাজ্যের কলেজে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB College Recruitment 2023

সরকারি হোক কিংবা বেসরকারি চাকরি এখন হাতের মুঠোয় । তবে তার জন্য থাকতে হবে উপযুক্ত যোগ্যতা । রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের নিয়োগের খবর । এবার  শিক্ষক এবং অশিক্ষক পদে কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্য সরকার নিয়ন্ত্রিত আদ্যাপিঠ পলিটেকনিক কলেজে । এই মর্মে গত কয়েক দিন আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থা । এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের অধীনে । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক আবেদন সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ 1/2022   Dated- 29/12/2022 

প্রথমেই আসা যাক শূন্যপদ সম্পর্কে – 

1) পদের নাম – লেকচারার সিভিল ইঞ্জিনিয়ারিং (Lecturer Civil Engineering)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেনির স্নাতক অথবা মাস্টার ডিগ্রী ধারী হতে হবে । 

2) পদের নাম – লেকচারার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ( Lecturer Electrical Engineering)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেনির স্নাতক অথবা মাস্টার ডিগ্রী ধারী হতে হবে । 

3) পদের নাম – লেকচারার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ( Lecturer Mechanical Engineering)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেনির স্নাতক অথবা মাস্টার ডিগ্রী ধারী হতে হবে । 

4) পদের নাম – লেকচারার ম্যাথেমেটিক্স (Lecturer Mathematics)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক  বিষয়ে প্রথম শ্রেনির মাস্টার ডিগ্রী ধারী হতে হবে । 

5) পদের নাম – লেকচারার রসায়ন বা কেমিস্ট্রি (Lecturer Chemistry)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক  বিষয়ে প্রথম শ্রেনির মাস্টার ডিগ্রী ধারী হতে হবে । 

6) পদের নাম – লেকচারার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Lecturer Computer Science & Technology)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক  বিষয়ে প্রথম শ্রেনির মাস্টার ডিগ্রী ধারী হতে হবে । 

7) পদের নাম – ওয়ার্ক সপ নির্দেশক সিভিল ইঞ্জিনিয়ারিং (Workshop Instructor Civil Engineering)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী , অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

8) পদের নাম – ওয়ার্ক সপ নির্দেশক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Workshop Instructor Electrical Engineering)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী , অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

9) পদের নাম – ওয়ার্ক সপ নির্দেশক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Workshop Instructor Mechanical Engineering)

শূন্যপদ – ২ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী , অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

10) পদের নাম – ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং (Laoratory Assistant Civil Engineering)

শূন্যপদ – ১ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে । 

11) পদের নাম – ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Laboratory Assistant Mechanical Engineering)

শূন্যপদ – ১ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে ।

12) পদের নাম – ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং (Laboratory Assistant Computer Science &Technology Engineering)

শূন্যপদ – ১ টি 

বয়স সীমা –  এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে ।

13) পদের নাম – গ্রুপ- ডি (Group – D) 

শূন্যপদ – ৬ টি 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি বা সমতুল পাশ হতে হবে । 

আবেদন পদ্ধতি – এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইট www.adyapeathpolytechnic.com থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে । এরপর ওই আবেদন পত্রটি যথাযোগ্য ভাবে পূরণের পর খাম বন্দী করে নির্দিষ্ট দিনের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় পাঠাতে হবে । 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – To The Chairman,

Adyapeath Annada Polytechnic College, 50, DD Mondal Ghat Road, Dakshineswar, Kolkata, West Bengal – 700076. 

আবেদন করাকালীন কোন পদের জন্য আবেদন করছেন আবেদন পত্রের খামের ওপর আবেদনকারীকে তা অবশ্যই উল্লেখ করতে হবে । Application for the post of …………….. 

এক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে , এবং একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র পাঠাতে হবে । 

নিয়োগ পদ্ধতি – নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা প্রমানের পরীক্ষায় । সব শেষে আবেদনকারীর জমা করা ডকুমেন্টস খুঁটিয়ে পর্যবেক্ষণ করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আঁধার কার্ড

ভোটার কার্ড 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

বয়সের প্রমান পত্র

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

বাসস্থানের প্রমান পত্র 

পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.adyapeathpolytechnic.com

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানানোর শেষ সময় সীমা – 14/01/2023 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG – #WB #POLYTECHNIC #RECRUITMENT #ENGINEERING #GROUP-D

Leave a Comment