পশ্চিমবঙ্গে বিরাট নিয়োগ চলছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।

Rajjak Ali

Written by Rajjak Ali

Published on:

পশ্চিমবঙ্গে বিরাট নিয়োগ চলছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।



নিজস্ব প্রতিবেদন :- পশ্চিমবঙ্গ Co- operative service commission এর  মাধ্যমে বেশ কিছু সংখক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেশ কিছু শূন্যপদ খালি রয়েছে পশ্চিমবঙ্গের এই সংস্থায়।
আবেদন চলবে গোটা এপ্রিল মাস পর্যন্ত , ৩০ এপ্রিল আবেদনের শেষ তারিখ।

নিচে  শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল 

১. ক্লার্ক
২. ব্যাঙ্ক কর্মচারী
৩.সহকারী ম্যানেজার
৪.সহকারী  ক্যাশিয়ার
৫.একাউন্ট সহকারী
৬. জুনিয়র অফিসার
৭.জুনিয়র সুপারভাইসার
৮. জুনিয়র সহকারী

মোট শূন্যপদ রয়েছে ৫৬ টি , পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে আবেদন করা যাবে।

যোগ্যতা :- যে কোনো শাখায় স্নাতক পাস করে থাকলে এই শূন্যপদ গুলিতে আবেদন করা যাবে , সঙ্গে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : -১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে এই পদ গুলিতে আবেদন করা যাবে।
বেতন :- ২১০০০ থেকে ৩২০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ এপ্রিল মাসের ৩০ পর্যন্ত।
official website www.wbcsc.org

***************************************************************************
  চিনের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস।’ আমেরিকার পর এবার একই অভিযোগে সরব ব্রিটেনও। যদিও বিশেষজ্ঞদের দাবি, পশুদেহ থেকেই মারণ রোগের জীবাণু ছড়িয়েছে। তারপরেও চিনের গবেষণাগার থেকে জীবাণু ছড়ানোর তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন জরুরিকালীন কমিটি কোবরা (Cobra)।অবশ্য তাঁদের অভিযোগ খারিজ করেছে ব্রিটেনের চিনা দূতাবাস। সে দেশে নিযুক্ত চিন দূত জেং রংয়ের দাবি, “এই অভিযোগ মিথ্যা। এই ধরণের অভিযোগ চিন ও তার নাগরিকদের আত্মত্যাগকে অসম্মানিত করছে। যদি চিনের গবেষণাগারে এই জীবাণু তৈরি হত, তাহলে সেখানে এত মৃত্যু ঘটত না।”

চিনের পর ইউরোপকে ভরকেন্দ্র বানিয়েছে করোনা। ইটালি, ফ্রান্স, স্পেনের পর ব্রিটেনেও মৃত্যু মিছিল চলছে। আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। দেদার পরীক্ষা-নিরীক্ষা চললেও প্রতিষেধক মেলেনি। এমনকী জীবাণু উৎপত্তি নিয়েও ধোঁয়াশা রয়েছে। অনেকেরই অভিযোগ, জৈব অস্ত্রে শত্রুদের ঘায়েল করতেই পরীক্ষাগারে এই মারণ জীবাণু বানাছিল চিন। সেখান থেকেই জীবাণু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমেরিকা আগেই এই অভিযোগ জানিয়েছিল। এবার তাঁদের সুরে সুর মেলাল ব্রিটেনও। রানির দেশের পরিস্থিতি সামাল দিতে জরুরি কমিশন তৈরি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের সংবাদপত্র ‘ডেইলি মেল’ কোবরা কমিশনের এক আধিকারিককে উদ্ধৃত করে লেখে, বিজ্ঞানীরা যতই বলুন, ইউহান প্রদেশের গবেষণাগারে জীবাণু তৈরির তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন

লক্ষীর ভান্ডার অতীত! কেন্দ্র সরকার দিচ্ছে মাসিক ৭০০০ হাজার টাকা -Central Government Bima Sakhi Scheme

Central Government Bima Sakhi scheme :এবার ভারত সরকারের এমন এক স্কিম নিয়ে আসা হলো যা লক্ষ্মীর প্রকল্প কে পিছনে ফেলে দিল। কেন লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসিক ১০০০ এবং ১২০০ টাকা পেয়ে থাকে। কিন্তু কেন্দ্র কেন্দ্র সরকারের যে প্রকল্পের কথা বলছে যাচ্ছি সেই প্রকল্পে পেয়ে যাবেন ৭০০০ টাকা। রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতে কেন্দ্র সরকারের এই প্রকল্পে মহিলারা মাসিক ভাতা পাবেন সাত গুণ বেশি। আসুন তাহলে এই প্রতিবেদনে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। Central Government Bima Sakhi scheme

central Government Bima Shakhi Scheme

কেন্দ্র সরকারের প্রকল্পে মাসিক ৭ হাজার টাকা

সাধারণত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে প্রতিনিয়ত নানা ধরনের প্রকল্প নিয়ে আসে যারা রাজ্য কিংবা দেশবাসীর জন্য নানা উপকারে আসবে। একদিকে রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে উপকৃত করলে অন্যদিকে তাকে টেক্কা দিয়ে কেন্দ্র সরকার নতুন নতুন প্রকল্প নিয়ে আসে। তবে এবার যে প্রকল্প নিয়ে আসা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে একবারে সাত গোল দিল। যেখানে লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলারা পাচ্ছেন ১০০০ কিংবা ১২০০ সেখানে পাবেন ৭০০০ টাকা।

Central Government Bima Sakhi scheme

এই প্রকল্পে আবেদন করতে যোগ্যতার মাপকাঠি :

এই প্রকল্পে আবেদন করতে পারবেন অবশ্যই মহিলা প্রার্থীরা। মহিলা প্রার্থীদের কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস থাকলেই এই প্রকল্পে আবেদন জানানোর সুযোগ পাবেন। শুধু তাই নয় এই প্রকল্পে আবেদন করতে পারবেন ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত যেকোনো বয়সের মহিলারা।

Central Government Bima Sakhi scheme

কিভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে :

এবার অনেকের মনে প্রশ্ন হল এই প্রকল্পের সুবিধা নিতে গেলে মহিলারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তবে তার আগে জেনে নেওয়া যাক এই প্রকল্পের নাম কি এবং এর সুবিধা সমূহ। এই প্রকল্প হলো বীমা সখী প্রকল্প যার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করতে মাসিক আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এ প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই সমস্ত মহিলারা যারা উপরোক্ত যোগ্যতার অধিকারী এবং নিকটবর্তী সেন্টারে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন জমা করতে পারবেন।

রাজ্যে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, দৈনিক পাবেন ২,২০০ টাকা – WB Govt Job Recruitment 2025

Central Government Bima Sakhi scheme

আবেদন করতে প্রয়োজনে নথি পত্র সমূহ :

এই প্রকল্পে আবেদন করতে গেলে মহিলাদের যে সমস্ত যোগ্যতা থাকতে হবে সেই সমস্ত যোগ্যতার প্রমাণ হিসেবে তার সমস্ত প্রয়োজনের ডকুমেন্টস এবং সার্টিফিকেট এর জেরক্স কপি। অর্থাৎ প্রার্থীর সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস এবং বাসিন্দা প্রমান হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা আধার কার্ড থাকতে হবে।

Central Government Bima Sakhi scheme

এই প্রকল্পে আবেদন করার পূর্বে অবশ্যই প্রকল্প সম্পর্কে যাবতীয় বিস্তারিত জেনে নিবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, দৈনিক পাবেন ২,২০০ টাকা – WB Govt Job Recruitment 2025

WB Govt Job Recruitment 2025 : রাজ্যে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যে এই নিয়োগে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানানো যাবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় এখানে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। স্যার এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী এবং এই সুযোগ হাতছাড়া করতে পারে চাই না তারা শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

wb Govt job recruitment 2025

শূন্যপদ ও তার সম্পর্কে নিচে দেওয়া হল :

ইতিমধ্যে রাজ্যের এক জেলার মিশন ব্যবস্থাপনা ইউনিট কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের নিয়োগ করা হবে ব্যাংকিং সম্পদ কর্মী পদে।

 

যোগ্যতা সমূহ : রাজ্যের এই জেলার সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে আগ্রহী এবং অংশগ্রহণ নিতে চাই তাদের অফিসিয়াল নোটিশ চেক করার জন্য অনুরোধ করা হল। নিচে এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ দেওয়া হল সেখান থেকে বিস্তারিত জেনে নিবেন।

 

মাসিক বেতন কিংবা সাম্মানিক : যে প্রার্থী এই পদে নিযুক্ত হবে সেই প্রার্থীকে মাসিক বেতন না দিয়ে দৈনিক প্রজেক্ট ওয়াইজ সাম্মানিক দেওয়া হবে। সিনিয়র ম্যানেজমেন্ট প্রজেক্ট করে জন্য দৈনিক ২২০০ টাকা এবং সর্বাধিক ২০ দিন কাজ দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ম্যানেজমেন্ট প্রজেক্ট এর জন্য দৈনিক ১৫০০ টাকা এবং সর্বাধিক ২০ দিন কাজ দেওয়া হবে।

 

নিয়োগ পদ্ধতি কি হবে : 

এক্ষেত্রে যে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সুযোগ দেওয়া হবে। যাদের উপযুক্ত যোগ্যতা থাকবে এবং ইন্টারভিউ এর সফল হবে সে সমস্ত প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীকে বাছাই করে নিয়ে নিযুক্ত করা হবে।

মহিলাদের ঘরে বসে সরকারি কাজের প্রকল্প, আবেদন করতে বিস্তারিত পড়ুন – Government Work From Home Scheme

আবেদন পদ্ধতি কী : 

যে সময় সমস্ত প্রার্থী এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবে তাদের আগে কোন আবেদনপত্র জমা করতে হবে না। কেননা এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে তাই প্রার্থীকে ওই দিন সমস্ত জরুরি ডকুমেন্টস এবং বায়োডাটা বা আবেদনপত্র সহ উপস্থিত থাকতে হবে। প্রার্থীকে তার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সঙ্গে অরিজিনাল এবং বায়োডাটা কিংবা আবেদনপত্র নিয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ চেক করবেন।

অফিসিয়াল নোটিশ চেক করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rajjak Ali
Rajjak Ali

Rajjak Ali is an experienced content writer with over 5 years of expertise in crafting engaging and informative content. With a passion for writing, Rajjak has successfully delivered high-quality articles, blog posts, and website content for various niches. Rajjak's dedication to delivering captivating content has earned him a reputation for excellence in the field.