নিজস্ব প্রতিবেদন :-পশ্চিমবঙ্গে বিরাট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশিমবঙ্গের একটি বেসরকারি সংস্থা থেকে । জানা গিয়েছে এই সংস্থায় মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে
পশিমবঙ্গের ১৯ জেলায় এই নিয়োগ করা হবার বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
এই পদগুলিতে আবেদন করতে অষ্টম পাস্ থেকে স্নাতক যে কোনো যোগ্যতা থাকলে আবেদন করা যাবে উক্ত পদ গুলিতে ।
Human Industrial(OPC) Pvt.Ltd. এই সংস্থার মাধ্যমে ৭২২৮ টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে তিন ধরনের পদের কথা উল্লেখ রয়েছে 1.District managing operator (80) 2. Block managing operator (680) 3. panchayat selling operator (6478)
যে যে জেলায় নিযোগ করা হবে তার নাম হল -১। পুরুলিয়া ২। মালদা ৩। জলপাইগুড়ি ৪। হুগলী ৫। দক্ষিণ দিনাজপুর ৬। কোচবিহার ৭। পূর্ব বর্ধমান ৮। বাঁকুড়া ৯। মুর্শিদাবাদ ১০। নাদিয়া গা। উত্তর ২৪ পরগনা ১২ । পশ্চিম মেদিনীপুর ১৩। দক্ষিণ ২৪ পরগনা ১৪ । উত্তর দিনাজপুর ১৫। পশ্চিম বর্ধমান ১৬। পুব মেদিনীপুর ১৭। ঝাড়গ্রাম ১৮। অলিপুদুয়ার ১৯। বীরভূম
বয়স হতে হবে ০১-০১-2020 অনুসারে ১৮- ৪০ বছরের মধ্যে ।
আবেদনের ফি হিসাবে ৮০ টাকা দিতে হবে ।
যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের সরাসরি ইন্টারভিউ এ ডাকা হবে ।এসএমএস বা পোস্ট মাধ্যমে ডাকা হবে ।
বেতন দেওয়া হবে 7820 – 42500 টাকা পর্যন্ত ।
আবেদন চলবে 03-03-2020 থেকে 04-04-2020 পর্যন্ত ।
২-৩ মাসের মধ্যে ইন্টারভিউ এ ডাকা হবে বলে জানানো হয়েছে ।
এছাড়া আরো বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিসিট করুন www.hiplopc.i
************************************************************************
যার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আবারও মুখ খুললেন ,
তিনি বলেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, তাঁরা অবশ্যই চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন। তিনি জানান, বিতর্ক সরিয়ে শিক্ষার মানোন্নয়নই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে জানান শিক্ষামন্ত্রী।
*************************************************************************
- পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে বহু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।