নিজস্ব প্রতিবেদন :- পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গয়েশপুর পৌরসভায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে।
নীচে বিস্তারিত আলোচনা করা হল
1. সাব-এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
2. স্যানিটারি ইনস্পেক্টর
শূন্যপদের সংখ্যা: ০১ টি
3. মূল্যায়ন ইনচার্জ
শূন্যপদের সংখ্যা: ০১ টি
4. হিসাবরক্ষক
শূন্যপদের সংখ্যা: ০১ টি
5. কোষাধ্যক্ষ
শূন্যপদের সংখ্যা: ০১ টি
6. সহায়ক ক্যাশিয়ার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
7. কেরানি
শূন্যপদের সংখ্যা: ৪ টি
8. ভাঁড়ারি
শূন্যপদের সংখ্যা: ০১ টি
9. কর্ম সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০১ টি
10. আলোকিত সুপারভাইজার
শূন্যপদের সংখ্যা: ০১ টি
11. চালক
শূন্যপদের সংখ্যা: ০১ টি
12. সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০১ টি
13. পিয়ন
শূন্যপদের সংখ্যা: ০২ টি
14. মজুর
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন :- ১২০০০-৪০০০০। বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন।
যোগ্যতা – বিভিন্ন পদের জন্য য়োগ্যতাও বিভিন্ন লাগবে তবে অষ্টম পাসে থেকে উচ্চ যোগ্যতা, যে কোনো যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।
বয়স:- সাধারণত বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে এবং এসসি / এসটি-এর জন্য 05 বছর এবং ওবিসি / পিএইচ ক্যাটাগরির জন্য 03 বছর দ্বারা শিথিলযোগ্য।
পরীক্ষার ফি: প্রার্থীদের অবশ্যই সাধারণ শ্রেণি, ওবিসি দের 200 টাকা এবং শারীরিক প্রতিবন্ধীদের এবং এসসি / এসটি-র জন্য 50 / – টাকা ফি দিতে হবে।
শেষ তারিখ এবং ঠিকানা: আবেদন পত্রটি নীচের ঠিকানায় পৌঁছাতে হবে – চেয়ারম্যান, গয়েশপুর পৌরসভা, পি.ও.-কাটাগঞ্জ, পি.এস.-কল্যাণী, জেলা-নদিয়া, পিন- 741250,
04/04/2020 বা তার আগে।
আবেদনগুলি পোস্টের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে জমা দেওয়া করতে পারবেন।
বিস্তারিত জানতে টাইপ করুন http://www.gayeshpurmunicipality.org
*************************************************************************8
পশ্চিমবঙ্গের কলেজ এ শুধু ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের কলকাতা প্রফুল্ল চন্দ্র কলেজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোনো পরীক্ষা ছাড়াই এই নিয়োগ করা হবে। জানা গিয়েছে শুধু ইন্টারভিউ তে উপস্থিত থাকতে হবে এবং ইন্টারভিউ সম্পর্ণ করলে হতে পারে এই চাকরি
নিচে পদের নাম ও যোগ্যতা উল্লেখ করা হল
পদের নাম :- গ্রুপ ডি (পিওন)
শূন্যপদ শুধু একটি রয়েছে
পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এই শূন্যপদে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে এই উল্লেখিত শূন্যপদ টি সম্পর্ণ স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
কর্মস্থল হিসাবে কলকাতার প্রফুল্ল চান্দ্র কলেজে দেওয়া হবে।
কোনো আবেদন ফী দিতে হবে না , বিনামূল্যে আবেদন করা যাবে।
যোগ্যতা :- শুধু অষ্টম পাস করলে আবেদন করা যাবে।
বয়স :- বয়স হতে হবে ১৮ – ৪০ বছরের মধ্যে তাহলে আবেদন করা যাবে।
কোনো প্রকার আবেদন করেত হবে না শুধু ইন্টারভিউ ওই হাজির হতে হবে।
আবেদন পত্রের সঙ্গে নিজের যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সঙ্গে থাকতে হবে এক কপি করে xerox .
আরো বিস্তারিত জানতে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান :- ২৮-০৩-২০২০ তারিখ , কলকাতা , প্রফুল্ল চন্দ্র কলেজ