নিজস্ব প্রতিবেদন :- পশ্চিমবঙ্গের জেলার গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ ব্লকের তেলিগ্রাম গ্রামপঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক শূন্যপদ খালি রয়েছে।
আবেদন কারীকে ভরতপুর ১ এলাকার বাসিন্দা হতে হবে। এই এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া এই শূন্যপদে আবেদন করা যাবে না।
যেখানে শূন্যপদ খালি তরয়েছে সেখানেই পোস্টিং দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন কারীকে কোনো আবেদন ফী দিতে হবে। বিনা মূল্যে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক পাশে করতে হবে সঙ্গে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। এবং কমপক্ষে ৫৫ % নাম্বার নিয়ে পাস করতে হবে তার পরে আবেদন করা যাবে।
এরভিসঙ্গে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার যোগ্যতা থাকতে হবে তাহলে এই পদে আবেদন করা যাবে।
বেতন :- প্রতিমাসে ১২০০০ টাকা দেওয়া হবে।
এ আবেদন পত্রটি উল্লেখিত ব্লকের অফিসে জমা করতে হবে। আবেদন চলবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।
সঙ্গে ৫ টাকার ডাক টিকেট কাটতে হবে।
আবেদন পত্রের সঙ্গে নিজস্ব সমস্ত ডকুমেন্ট এর ১ কপি ক্সেরক্স জমা করতে হবে। সঙ্গে থাকযে বয়সের প্রমানপত্র ও বাসিন্দার প্রমান পত্র।
আবেদনের শেষ তারিখ ১৭-০৪-২০২০।
*************************************************************************
মাধ্যমিক পাশে আবারো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের একটি
জেলা থেকে। নিয়োগ টি করা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার
গঙ্গারামপুর মহকুমার দুই ব্লক অফিসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাধ্যমিক
পাশে আশা কর্মী নিয়োগ করা হবে এই দুই ব্লক এর বিভিন্ন গ্রামপঞ্চায়েতে ।
পোস্টিং হিসাবে প্রাথীকে তাদের নিজের গ্রামে দেওয়া হবে এবং প্রাথীকে অবশ্যই সেই এলাকার বাসিন্দা হতে হবে।
নিচে পদ সম্পর্কে বিস্তারিত দেওয়া হল
ii) যে সকল মহিলা প্রার্থীরা মাধ্যমিক পাস বা উচ্চতর
যোগ্যতা অর্জন করেছেন, কেবলমাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত
নম্বর বিবেচিত হবে।
iii) বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলা করতে পারবে।
iv) একই গ্রামের বাসিন্দা হওয়া উচিত যার জন্য তিনি নির্বাচিত হবেন।
২। জন্মেের বা বয়সের প্রমাণ পত্র ।
৫। কাস্ট সার্টিফিকেট
বয়সসীমা: ৩০ শে থেকে ৪০ বছরের মধ্যে (এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বয়সের সীমা 22 বছর করা যেতে পারে) 01/01/2020 অনুসারে।
For more details please visit www.dakshindinajpur.gov.in
*******************************************************************
কলকাতা রেলের বিভিন্ন শাখায় কয়েক হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
করেছিল রেল মন্ত্রক গত ২ মাস আগে কিন্তু বেশ কিছু অসুবিধা থাকার কারনে
আবারো তার শেষ তারিখ বাড়িয়ে 04-04-2020 করা হয়েছে।
আরো বিস্তারিত জানতে নিচে দেখুন
শিক্ষানবিশ
শূন্যপদের সংখ্যা: 2792 টি শূন্যপদ।
বিভাগ এবং বাণিজ্য অনুসারে শূন্যপদসমূহ
1. হাওড়া বিভাগ
মোট শূন্যপদ: 659 টি পদ
i) ফিটার- 281 টি পোস্ট
ii) ওয়েল্ডার- 61 টি পদ
iii) মেক – 09 টি পদ
iv) মেক – 17 টি পদ
v) কামার- 09 টি পদ
vi) মেশিনবাদী- 09 টি পদ
vii) ছুতার- 09 টি পদ
viii) পেইন্টার- 09 টি
ix) লাইনম্যান (সাধারণ) – 09 টি পদ
x) ওয়্যারম্যান- 09 টি
xi) রেফারেন্স এবং এসি মেক- 08 টি
xii) ইলেকট্রিশিয়ান- 220 টি পদ
xiii) মেকানিক মেশিন টুল – 09 টি
2. শিয়ালদা বিভাগ
মোট শূন্যপদ:526 টি
i) ফিটার- 185 টি
ii) ওয়েল্ডার- 60 টি পদ
iii) ইলেকট্রিশিয়ান- ৯১ টি পদ
iv) লাইনম্যান- 40 টি পদ
v) ওয়্যারম্যান- 40 টি
vi) ইলেকট্রনিক্স মেকানিক- 75 টি পদ
vii) মেক এসি- 35 টি
3. মালদা বিভাগ
মোট শূন্যপদ:101 টি পদ
i) ইলেক্ট্রিশিয়ান- 41 টি পদ
ii) রেফারেন্স এবং এসি কনডেমেচ– 06
iii) ফিটার- 47 টি
iv) ওয়েল্ডার- 03 টি পদ
ভি) চিত্রক- 02 টি
vi) ছুতার- 02 টি পদ
4.আসানসোল বিভাগ
মোট শূন্যপদ: 411 টি পদ
i) ফিটার- 151
ii) টার্নার- 14 টি
iii) ওয়েল্ডার – 96 টি পদ
iv) ইলেক্ট্রিশিয়ান- 110 টি পদ
v) মেক। (ডিজেল) – 41 টি পদ
5. কাঁচড়াপাড়া কর্মশালা
মোট শূন্যপদ: 206 টি পদ
i) ফিটার- 66 টি
ii) ওয়েল্ডার- 39 টি পদ
iii) ইলেকট্রিশিয়ান- 73 টি পদ
iv) মেশিনবাদী- 06 টি পদ
v) তারেমান- 03 টি পো
vi) ছুতার- 09 টি পদ
vii) পেইন্টার- 10 টি পোস্ট
6. লিলুয়া ওয়ার্কশপ
মোট শূন্যপদ: 204 টি পদ
i) ফিটার- 80 টি পোস্ট
ii) মেশিনবাদী – 11 টি পদ
iii) টার্নার- 05 টি পোস্ট
iv) ওয়েল্ডার (G&E) – 68 টি পদ
v) পেইন্টার জেনারেল- 05 টি পদ
vi) ইলেক্ট্রিশিয়ান- 15 টি পদ
vii) ওয়্যারম্যান- 15 টি পদ
viii) রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং- 05 টি পদ
7. জামালপুর ওয়ার্কশপ
মোট শূন্যপদ:684 টি পদ
i) ফিটার- 260 টি
ii) ওয়েলডার (G&E) – 220 টি পদ
iii) মেশিনবাদী- 48 টি পদ
iv) টার্নার- 48 টি
v) ইলেক্ট্রিশিয়ান- 43 টি পদ
vi) ডিজেল মেকানিক- 65 টি পদ
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত
বোর্ড থেকে সর্বনিম্ন ৫০% নম্বর সহ দশম শ্রেণির পরীক্ষা বা এর সমমানের (১০
+ ২ পরীক্ষার ব্যবস্থার অধীনে) উত্তীর্ণ হতে হবে এবং এনসিভিটি / এসসিভিটি
কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বাণিজ্যে সনদও থাকতে হবে।
বয়সের সীমা: 13/03/2020 অনুযায়ী 15-24 বছর ।
এসসি / এসটি-এর জন্য 05 বছর, ওবিসির জন্য 03 বছর এবং পিডব্লিউডি বিভাগের জন্য 10 বছর শিথিলযোগ্য।
আবেদনের শেষ তারিখ আগে ছিল 13-03-2020 এবং এখন বাড়িয়ে 04-04-2020 করা হয়েছে।
বিস্তারিত জানতে টাইপ করুন www.rrcer.com