নিজস্ব প্রতিবেদন :- করোনার প্রকোপ বেড়েই চলেছে। আর এই তাণ্ডব আটকাতে লকডাউন যে একমাত্র পথ নয়, তা আগেই বলেছিলেন গবেষকরা। করোনার হাত থেকে রক্ষা পেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আবিষ্কার হতে হবে। আর সেই উদ্দেশ্যে বিশ্বের বহু দেশের গবেষকরা দিন—রাত এক করে কাজ করছেন। করোনার টিকা আবিষ্কারের জন্য কাজ শুরু করেছেন ভারতীয় বিজ্ঞানীরাও। তবে প্রায় প্রতিটি দেশের গবেষকদের মুখেই এক কথা ছিল। এমন মারণ ভাইরাসের টিকা আবিষ্কার হতে ১২ থেকে ১৮ মাস সময় লেগে যেতে পারে। তবে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির এক অধ্যাপক অন্য কথা বলছেন। ১৮ মাস সময় লাগবে না। সেপ্টেম্বরেই আসতে পারে করোনার ভ্যাকসিন।
সারাহ গিলবার্ট নামের ওই অধ্যাপক করোনার ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আশার কথা শুনিয়েছেন। তিনি এই প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ব্যাপারে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী। ব্রিটেনের প্রথম সারির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, আগামী দুসপ্তাহের মধ্যে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হবে মানুষের শরীরে। তবে তিনি এমনও বলেছেন, বহু দেশের বিজ্ঞানীরা এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য লড়াই করছেন। তবে এখনই কেউ হলফ করে বলতে পারবেন না যে তাঁর আবিষ্কৃত ভ্যাকসিন করোনার আক্রান্তের শরীরে একশো শতাংশ কাজ করবে। তবে আমি নিজের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ৮০ শতাংশ নিশ্চিত। সব ঠিকঠাক এগোলে সেপ্টেম্বর নাগাদ এই ভ্যাকসিন চলে আসবে।