বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোনো পরীক্ষা ছাড়াই এই নিয়োগ করা হবে। জানা গিয়েছে শুধু ইন্টারভিউ তে উপস্থিত থাকতে হবে এবং ইন্টারভিউ সম্পর্ণ করলে হতে পারে এই চাকরি
নিচে পদের নাম ও যোগ্যতা উল্লেখ করা হল
পদের নাম :- গ্রুপ ডি (পিওন)
শূন্যপদ শুধু একটি রয়েছে
পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এই শূন্যপদে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে এই উল্লেখিত শূন্যপদ টি সম্পর্ণ স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
কর্মস্থল হিসাবে কলকাতার প্রফুল্ল চান্দ্র কলেজে দেওয়া হবে।
কোনো আবেদন ফী দিতে হবে না , বিনামূল্যে আবেদন করা যাবে।
যোগ্যতা :- শুধু অষ্টম পাস করলে আবেদন করা যাবে।
বয়স :- বয়স হতে হবে ১৮ – ৪০ বছরের মধ্যে তাহলে আবেদন করা যাবে।
কোনো প্রকার আবেদন করেত হবে না শুধু ইন্টারভিউ ওই হাজির হতে হবে।
আবেদন পত্রের সঙ্গে নিজের যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সঙ্গে থাকতে হবে এক কপি করে xerox .
আরো বিস্তারিত জানতে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান :- ২৮-০৩-২০২০ তারিখ , কলকাতা , প্রফুল্ল চন্দ্র কলেজ