বঙ্গধারা প্রতিবেদন :- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউরি পৌরসভায় কিছু শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নীচে পদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
পদের নাম :-মজদুর
শূন্যপদের সংখ্যা: 07 টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর বাংলা বা নেপালি পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে এবং যে কোনও সরকারী থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা: 01/01/2020 পর্যন্ত সর্বনিম্ন 18 বছর।
বেতন স্কেল: 4900 -16200
পোস্টগুলি বীরভূমের সিউড়ি পৌরসভার অধীনে স্থায়ী ভিত্তিতে রয়েছে।
প্রার্থীদের বাছাই: প্রার্থীদের বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ভিভা পরীক্ষার মাধ্যমে।
পরীক্ষার / সাক্ষাত্কারের জন্য সুনির্দিষ্ট তারিখ, সময় এবং ভেন্যু যথাযথভাবে যোগ্য প্রার্থীদের অবহিত করা হবে।
এ জাতীয় তথ্য সিউরি পৌরসভা, বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে – www.surimunicipality.gov.in
আগ্রহী প্রার্থীরা নীচে উল্লিখিত ঠিকানায় তাদের আবেদন পাঠাতে পারেন। নির্দেশ অনুসারে শিক্ষাগত যোগ্যতা, বর্ণ, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং অন্য কোনও প্রাসঙ্গিক নথির সমর্থনে প্রশংসাপত্রের অনুলিপিগুলি সংযুক্ত করুন |
প্রার্থীদের অবশ্যই 1 টি স্ব-ঠিকানাযুক্ত খামটি আবেদন ফর্মের সাথে 41 / – টিকিটের ডাকটিকিটের সাথে সংযুক্ত থাকতে হবে।
শেষ তারিখ এবং ঠিকানা: আবেদনটি নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে – চেয়ারম্যান, সিউড়ি পৌরসভা, পোস্ট.সুরি, জেলা- বীরভূম, পিন- 731101।
02/03/20 তারিখের বা তার আগে বিকাল 5 টা অবধি।
***************************************************************************
সামনে পৌরসভা ভোট এবং তার পরে রয়েছে
রাজ্য সরকার গঠন ভোট। এই দুই ভোটকে কেন্দ্র করে বিরাট নিয়োগ
করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ।
কেননা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্যে প্রায় ৮ হাজারেরও
বেশী রাজ্যপুলিশ কর্মী পদ খালি রয়েছে , নীচু তলা থেকে উপর তলা
পর্যন্ত, মহিলা থেকে পুরুষ কনস্টেবলে প্রচুর শূন্যপদ খালি রয়েছে
সারা রাজ্য জুরে৷
নবান্ন সুত্রে জানা গিয়েছে রাজ্যে প্রায় ৪০ হাজারেরও বেশি
শুন্যপদ খালি রয়েছে।
রাজ্য পুলিশ সহ কলকাতা পুলিশ এবং গ্রুপ সি ও ডি পদেও
প্রায় ৩৩ হাজারের মতো শুন্যপদ খালি রয়েছে৷
জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার শুন্যপদ পুরনের পথে
রয়েছে রাজ্য সরকার । তবে এখনো পর্যন্ত সরকার কর্তৃক কোনো
অফিসিয়ালিি ভাবে কোন বিজ্ঞপ্তি জারি করেনি।
সুত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে ২১ শের বিধানসভা ভোটকে
কেন্দ্র করে এই শূন্যপদ গুলি পূরণ করা হবে বলে জানা যাচ্ছে ।
তবে গ্রুপ সি ও ডি নিয়োগের আগেই রাজ্যে পুলিশ কনস্টেবল
পদের নিয়োগ করা হবে বলে সুত্রের খবর।।
সবমিলিয়ে মোট ৮ হাজারের মতো শূন্যপদ পূরণ করবে আগামী
কয়েক মাসের মধ্যে।।
সুপ্রিমকোর্টের রায়কে মেনে এই নিয়োগ হবে বলে সুত্রের মারফত
খবর। রায় অনুযায়ী আগস্ট মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া
করতে হবে
সুত্রের মারফত খবর খুব শিগগিরই বিজ্ঞপ্তি আসতে
চলেছে ।
***********************************************************************
সামনে পৌরসভা ভোট এবং তার পরে রয়েছে বিধান সভা ভোট , এই দুই ভোট কে কেন্দ্র করে এই শূন্যপদ পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার।
অনেক শূনপদেে নেওয়া বলে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।। নীচে পড়ুন
পশ্চিমবঙ্গে অষ্টম পাশে প্রচুর গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উঃ ২৪ পরগনা জেলা থেকে । বিজ্ঞপ্তি জানানো হয়েছে বেশ কিছু সংখ্যক গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে উঃ ২৪ পরগনা জেলার টিটাগর মিউনিসিপালিটিতে । পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।
পদের নাম হল মজদুর৷ একাধিক শূনপদ রয়েছে আবেদনের যোগ্যতা – আবেদনের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণি পাস তাহলে উক্ত পদে আবেদন করতে পারবে ।
বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পরে তাদের জন্য সরকারি ভাবে যে ছাড় থাকে সেভাবেই থাকবে।।
পিডবলুডি , এসসি ও এসটিদের ৫ বছরের ছাড় থাকবে এবং ওবিসিদের ৩ বছরের ছাড় থাকবে।
আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে । কোনো আবেদন ফি জমা দিতে লাগবেনা৷
আবেদন পত্রটি জমা করতে হবে টিটাগর মিউনিসিপালিটি চেয়ারমেন এর অফিসে , উঃ ২৪ পরগনা,
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন www.titagarhmunuciality.gov.in
আবেদনের শেষ তারিখ ১৭ মার্চ পর্যন্ত।।
প্রার্থী যাচাই হবে প্রথমে পরীক্ষা ৮০ নম্বরের এবং তারপর ইন্টারভিউ দিতে হবে ২০ নম্বরের । এর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে।।
I***************************************************************************
যার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আবারও মুখ খুললেন ,
তিনি বলেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, তাঁরা অবশ্যই চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন। তিনি জানান, বিতর্ক সরিয়ে শিক্ষার মানোন্নয়নই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে জানান শিক্ষামন্ত্রী।